প্রতিষ্ঠান সম্পর্কে

♣♣ রোকনউদ্দিন মোল্লা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ♣♣

আড়াইহাজার উপজেলা একটি অনুন্নত অঞ্চল হওয়ায় এখানের শিক্ষার তেমন প্রসার ঘটেনি। অবহেলিত জনপদের মানুষকে শিক্ষিত করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কেননা, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষিত জাতি একটি দেশের বড় সম্পদ।

কিন্তু দীর্ঘদিন এদেশের জনসংখ্যার একটি বৃহত্তম অংশ নারী সমাজ তার সুপ্ত ক্ষমতার পরিপূর্ণভাবে বিকশিত করার এবং জাতীয় উন্নয়নে অধিক কার্যকর অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে সময়ের বিবর্তনে সমাজ জীবনে এসেছে বিরাট পরিবর্তন। বর্তমান নারী সমাজ ধর্মীয় গোঁড়ামীর শৃংখল ভেঙ্গে পুরুষের পাশাপাশি সমাজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে। ফলে নারীদের জন্য সুশিক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই নারী সমাজকে এগিয়ে নিতে এবং নারী উচ্চ শিক্ষার পথকে সুগম করার জন্য কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে ১৯৭৯ সালে আলহাজ্ব মোঃ রোকনউদ্দিন মোল্লা তার পৈত্রিক বাড়ি থেকে ১৫ কিমি দূরে আড়াইহাজার উপজেলা সদরে রোকনউদ্দিন মোল্লা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।  পরিচালিত হয়ে আসছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি এককভাবে কলেজের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মান এবং ২ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্চ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান করে কলেজের অগ্রগতিকে তরান্বিত করেন।

বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ গভর্নিংবডির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে সকলের সহযোগিতায় বিদ্যালয়টি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

“সন্তান আপনাদের, তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের।
বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে আপনাদের প্রাণপ্রিয় আদরের কোমলমতি সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন। আপনার সন্তান এক দিন সৎ, যোগ্য, আদর্শবান সুসন্তান হিসাবে বড় হবে, হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিষ্টার কিংবা শিক্ষক। সর্বোপরি সে একজন পরিপূর্ণ মানুষ ও যোগ্য নাগরিক রুপে নিজেকে গড়ে তুলবে। এ প্রত্যাশা আমার, আপনার, সবার। আজ যারা শিশু আগামী দিনে তারাই হবে সারা বিশ্বের চালিকা শক্তি। তাই শিশুদের দিকেই তাকিয়ে আছে আজকের বর্তমান বিশ্ব। কারণ “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত”। কিন্তু শিশু কিশোরদের সাজঘর আজ নানা সমস্যায় আক্রান্ত। উপযুক্ত শিক্ষালয় পাওয়া আজ বড়ই দুষ্কর। তদুপরি পুঁজিবাদের এ যুগে পণ্যের মত শিক্ষা ব্যবস্থাতে চলছে চরম বাণিজ্যিকীকরণ। আর এ করণেই আপনিও হয়তো চিন্তিত ও উদ্বিগ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার সন্তানকে অথবা যেখানে সন্তানকে ভর্তি করিয়েছেন সেখানে সে আদৌ উপযুক্ত শিক্ষা পাচ্ছে কিনা? এরকম প্রেক্ষাপটে আপনি হয়তো দ্ধিধান্বিত হচ্ছেন প্রকৃত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছায় করতে। এই ভাঙ্গা গড়ার স্বপ্নিল খেলায় আপনি যখন উদ্বিগ্ন ঠিক তখনই  ” রোকনউদ্দিন মোল্লা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ” আপনার কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এবং আপনাকে সহায়তা করতে এগিয়ে এসেছে। এখানে আপনার সন্তানকে অকৃত্রিম ভালবাসা, স্নেহপূর্ণ আন্তরিকতা এবং দক্ষতার সাথে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সফল মানুষরুপে গড়ে তোলা হবে।।।।
♣ আমাদের বৈশিষ্ট্যসমূহ :
♣ জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে যুগোপযোগী কারিকুলাম।
♣  ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা নিশ্চিত করা।
♣ কোলাহল মুক্ত, স্বাস্থ্য সম্মত ও মনোরম পরিবেশের ব্যবস্থা।
♣ অভিনব পদ্ধতিতে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়া হয়।
♣ প্রতিটি শ্রেণি কক্ষে আসন সংখ্যা ১৫-২০ জন।
♣ প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী পাঠদান।
♣ সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই।
♣ অমনোযোগী ও অপেক্ষাকৃত দূর্বল ছাত্র-ছাত্রীদের উপর বিশেষ গুরুত্ব প্রদান।
♣ স্মার্ট মনিটরের মাধ্যমে ক্লাস গ্রহণের ব্যাবস্থা।
♣ শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা।
♣ অভিভাবক সমাবেশের আয়োজন করা।
♣ অভিজ্ঞ গভর্ণিং বডি দ্বারা পরিচালিত।